আন্তর্জাতিক

করোনা নিয়ে রসিকতার খেসারত

সারাবিশ্বেই এখন এক আতঙ্কের নাম চীনে করোনাভাইরাস। সংক্রমণ ঠেকাতে সব দেশই তাদের নিজেদের মতো করে ব্যবস্থা নিচ্ছে। রাশিয়াতেও এর ব্যতিক্রম ঘটেনি। করোনাভাইরাস ঠেকাতে সে দেশটিও নানা পদক্ষেপ নিয়েছে।

Advertisement

আর এরইমধ্যে মস্কোতে করোনাভাইরাস নিয়ে রসিকতা করে বিপদে পড়েছেন এক যুবক। মস্কো মেট্রোতে করোনার উপসর্গ থাকার ভান করে ওই ট্রেনের সহযাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরির অভিযোগে ৫ বছরের কারাদণ্ডাদেশের মুখোমুখি সে এখন।

সম্প্রতি একটি ফুটেজ ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, মস্কো মেট্রোতে মাস্ক পরা এক ব্যক্তি আচমকা অচেতন হয়ে মেঝেতে পড়ে যান। তার বন্ধু তখন সহযাত্রীদের বলতে থাকে যে, ছেলেটি করোনাভাইরাসে আক্রান্ত। এতেই চরম আতঙ্ক ছড়ায় সহযাত্রীদের মধ্যে।

জানা গেছে, যে প্র্যাংকটি করেছে, তার নাম কারোমাতুল্লো ঝাবোরোভ। তিনি তাজিকিস্তানের বাসিন্দা। নিজেই ২ ফেব্রুয়ারি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেন তিনি।৮ ফেব্রুয়ারি তাকে আটক করে রাশিয়ার পুলিশ। তার বিরুদ্ধে যে ধারায় মামলা করা হয়েছে, তার সর্বোচ্চ সাজা ৫ বছরের কারাদণ্ড।

Advertisement

ভিডিও দেখে ওই যুবকের দুই বন্ধুকেও চিহ্নিত করেছে পুলিশ। তাদের রাশিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে সে দেশের অভ্যন্তরীণ মন্ত্রণালায়। তবে ওই যুবকের আইনজীবীর দাবি, সচেতনতা বৃদ্ধির জন্যই এই প্র্যাংকের সাহায্য নেয় তাঁর মক্কেল।

Когда пранк вышел из-под контроля!В Москве задержали шутника, разыгравшего в метро приступ коронавируса. Полиция попросила Черемушкинский суд столицы арестовать молодого человека. pic.twitter.com/fmT17RUijQ

— ВЕСТИ (@vesti_news) February 10, 2020

এনএফ/জেআইএম

Advertisement