জাতীয়

মেডিকেলে পুনঃভর্তি পরীক্ষার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সোমবার

মেডিকেলে পুনঃভর্তি পরীক্ষাসহ ৪ দফা দাবিতে আগামী সোমবার সারাদেশে বিক্ষোভ পালন করবে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য। এছাড়া শুক্রবার থেকে শুরু হওয়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হলে পরদিন থেকে ধর্মঘট ডেকে স্ব স্ব বিশ্ববিদ্যালয়কে অচল করে দেয়ারও হুমকি দিয়েছেন তারা। বুধবার দুপুরে জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে জোটের নেতারা এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইমরান হাবিব রুম্মন বলেন, ‘মেডিকেলে পুনঃভর্তি পরীক্ষাসহ ৪ দফা দাবি : প্রশ্ন ফাঁস বন্ধ, ফাঁসকৃত প্রশ্নপত্রে নেয়া ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষা নেয়া, প্রশ্ন ফাঁসের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আন্দোলনরত শিক্ষার্থীদের পুলিশি নির্যাতনের বিচারের দাবিতে আমরা আজ সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিলাম। এমনকি প্রতিটি মহানগর ও জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ছাত্র-অভিবাবকদের নিয়ে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছিলাম। এরই ধারাবাহিকতায় আজ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা বিক্ষোভ পালন করি।’‘আমরা সরকারের কাছে আবারো দাবি জানাবো যে, ফাঁসকৃত প্রশ্নে অনুষ্ঠিত হওয়া ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষা নিতে হবে। এই দাবিতে আগামী ১২ অক্টোবর সোমবার সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি পালন করবে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য।’বক্তারা বলেন, ‘আগামী ৯ অক্টোবর শুক্রবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া ভর্তি পরীক্ষায় যদি প্রশ্ন ফাঁসের মতো কোনো ধরণের ঘটনা ঘটে তাহলে এর পরদিন থেকে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান অচল করে দেয়া হবে।’এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ শেষে দুপুর ১২টার দিকে ছাত্র-অভিবাবক ঐক্য ফোরম ও বামপন্থি ছাত্র সংগঠনের নেতারা একটি মিছিল নিয়ে শাহবাগে এসে রাস্তা অবরোধ করে।মিছিলটি শাহবাগের অভিমুখে রওয়ানা হলে পাবলিক লাইব্রেরির সামনে আন্দোলনকারীদের ব্যারিকেড দিয়ে বাধা দেয় পুলিশ। এসময় পুলিশি বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে গিয়ে রাস্তা অবরুদ্ধ করে রাখে।এসময় মৎস্যভবন থেকে এলিফেন্ট রোড এবং বাংলামোটর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী দুই সড়কেই যান চলাচল বন্ধ হয়ে যায়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক ইমরান হাবিব রুম্মন, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জি এম জিলানী শুভ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি লেলিন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য নাঈমা খালেদ মনিকা, লিটন নন্দী, উম্মে হাবিবা বেনজির প্রমূখ।এদিকে, সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে চলছে প্রগতিশীলদের পূর্ব ঘোষিত ধর্মঘট। ধর্মঘটের সমর্থনে সকালে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য। বেলা সাড়ে ১১টার দিকে একই দাবিতে অপরাজেয় বাংলার পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ। # পুনঃভর্তি পরীক্ষা গ্রহণের আন্দোলনে সাড়া নেই স্বাস্থ্য অধিদফতরের# মেডিকেলে পুনঃভর্তি পরীক্ষা : দাবি না মানলে ঢাকা অভিমুখী কর্মসূচিএমএইচ/এসকেডি/পিআর

Advertisement