জাতীয়

গীতিকবি নয়ীম গহরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

স্বাধীনতা পদকপ্রাপ্ত গীতিকবি নয়ীম গহরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  বুধবার এক শোক বার্তায়  প্রধানমন্ত্রী মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে মহান স্বাধীনতা যুদ্ধে তার অবদানের কথা স্বরণ করেন।মঙ্গলবার রাত সোয়া ৩টার দিকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা যায়।প্রধানমন্ত্রী বলেন , তার লেখা দেশাত্ববোধক গানগুলো মুক্তিযুদ্ধের সময় অনেক অনুপ্রেরণা যুগিয়েছে । জাতি তার এই অবদানকে কৃতজ্ঞতা ভরে স্বরণ রাখবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছিল বরেণ্য এ গীতিকারকে। এর আগে ২০০০ সালে প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতায় নয়ীম গহরের ওপেন হার্ট সার্জারি হয়েছিল।এসএ/জেডএইচ/আরআইপি

Advertisement