আগুন সন্ত্রাসের মাধ্যমে বিভিন্ন ষড়যন্ত্র করে যারা ব্যর্থ হয়েছে তারাই আবার লন্ডনে বসে দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে। তাদের সেই ষড়যন্ত্র প্রয়োগ করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বে-সামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।বুধবার জাতীয় প্রেসক্লাবে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ প্রতিষ্ঠিত ১৪ দলীয় জোটের অন্যতম শরীক বাংলাদেশ গণ-আজাদী লীগের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।রাশেদ খান মেনন বলেন, বিএনপি-জামায়াতের অন্ধকার সময় আমরা সবাই দেখেছি। জাতি-সভ্যতাকে তারা কিভাবে ধ্বংস করতে চেয়েছিল। তারাই জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছিল।দুই বিদেশি নাগরিক হত্যা প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, এ হত্যাকাণ্ড পরিকল্পিত। এ হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে দল মত নির্বিশেষে সোচ্চার হতে হবে।বাংলাদেশ গণ-আজাদী লীগের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশের স্মৃতিচারণ করে মেনন বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ায় যাদের নাম স্বর্ণাক্ষরে লিখা থাকবে তাদের মধ্যে অন্যতম মাওলানা আব্দুর রশিদ।ভাষা আন্দোলনেও তিনি অগ্রণী ভূমিকা রেখেছিলেন।সংগঠনের সাধারণ সম্পাদক এস কে সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ূয়া, জাতীয় পার্টি (জেপি) শেখ শহিদুল ইসলাম, ন্যাপের সাধারণ সম্পাদক এনামুল হক, বাংলাদেশ গণ-আজাদী লীগের সাংগঠনিক সম্পাদক এ এস এ বারী, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আতা উল্লাহ খান প্রমুখ।এএস/আরএস/এমএস
Advertisement