ক্যাম্পাস

জাবিতে সর্বাত্মক ধর্মঘট পালন

মেডিকেলে পুনরায় ভর্তি পরীক্ষাসহ চার দফা দাবি না মানায় প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের ব্যানারে ক্যাম্পাসে সর্বাত্মাক ছাত্র ধর্মঘট পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বামপন্থী শিক্ষার্থীরা। ধর্মঘটের অংশ হিসেবে বুধবার ভোর পাঁচটায় নতুন কলা ও মানবিক অনুষদের সামনে থেকে একটি মৌন মিছিল ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাজবিজ্ঞান অনুষদে এসে শেষ হয়। সকাল থেকে ধর্মঘট চলায় সকালের কোনো গাড়ি ট্রান্সপোর্ট থেকে ঢাকায় যেতে পারেনি এবং নতুন কলা ও মানবিক অনুষদের প্রধান গেটে তালা দেয়ায় ভোর পাঁচটা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত কোনো ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।মৌন মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রফন্টের সহ-সভাপতি মাশুক হেলাল অনিক বলেন, ১৮ সেপ্টেম্বর ফাঁস করা প্রশ্নে মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা হওয়ার পর থেকে ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষা নেয়াসহ চার দফা দাবিতে আমরা আন্দোলন করছি। আমরা সুষ্ঠুভাবে আজকের ধর্মঘট সফল করতে পেরেছি।এ ব্যাপারে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক দ্বীপাঞ্জন সিদ্ধান্ত কাজল বলেন, ধর্মঘটের ডাকে শিক্ষক-শিক্ষার্থীরা স্বতস্ফুর্তভাবে সাড়া দিয়েছেন। এজন্য ক্যাম্পাসবাসীকে ধন্যবাদ।হাফিজুর রহমান/এমজেড/আরআইপি

Advertisement