জাতিসংঘ সাধারণ পরিষদের সাবেক সভাপতি জন অ্যাশের বিরুদ্ধে চীনা ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ এনেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এই অভিযোগে তাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। একইসঙ্গে আরো পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। খবর আলজাজিরার।জন অ্যাশ ২০১৩ ও ২০১৪ সালে অ্যান্টিগা ও বার্বুডার প্রতিনিধি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করেন। মঙ্গলবার নিউ ইয়র্কের একটি আদালতে জন অ্যাশ এবং ম্যাকাউয়ের এক রিয়েল স্টেট ব্যবসায়ীসহ ছয় জনের বিরুদ্ধে চীনা ব্যবসায়ীদের কাছ থেকে ১৩ লাখ মার্কিন ডলার ঘুষ নেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়। চীনা আবাসন নির্মাতা কোম্পানি এনজি ল্যাপ সেং কে সরকারি কাজ পাইয়ে দিতে তিনি ওই অর্থ নিয়েছিলেন।জন অ্যাশ জাতিসংঘের নাম ভাঙিয়ে লাভের ব্যবসা খুলে বসেছিলেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। তবে এ ঘটনায় জাতিসংঘ মহাসচিব বান কি মুন উদ্বেগ প্রকাশ করেছেন।যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাটর্নি প্রিট ভারারার বলেন, রোলেক্স ঘড়ি, একটি বাস্কেটবল কোর্ট ও দামি স্যুটের বিনিময়ে জন অ্যাশ নিজেকে এবং যে আন্তর্জাতিক সংস্থার তিনি নেতৃত্ব দিয়েছেন, তাকে বিক্রি করে গেছেন। ২০১১ থেকে ২০১৪ সালের মধ্যে অ্যাশ এসব ঘটনা ঘটিয়েছেন।এসআইএস/এমএস
Advertisement