শিক্ষা

শুক্রবার থেকে ঢাবির ভর্তি পরীক্ষা : ইলেক্ট্রনিক্স ডিভাইস নিষিদ্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ৯ অক্টোবর শুক্রবার থেকে শুরু হচ্ছে। সেদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘খ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে এ ভর্তি পরীক্ষা শুরু হবে। এদিকে বুধবার বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দফতর থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ছাত্র-ছাত্রীসহ সংশ্লিষ্ট সকলকে পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন, কিংবা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোন ইলেক্ট্রনিক্স ডিভাইস/যন্ত্র নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। জানা গেছে- বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৬৯টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। খ-ইউনিটে ২ হাজার ২ শ’ ৯৬টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৩১ হাজার ১ শ’ ৬৩জন। শনিবার চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ বিএফএ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে পরীক্ষা চলবে সকাল পৌনে ১১টা পযর্ন্ত। এ ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মোট ৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। চ-ইউনিটে ১ শ’ ৩৫টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৭ হাজার ৩ শ’ ১৯ জন। ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd থেকে জানা যাবে। এমএইচ/এসএইচএস/এমএস

Advertisement