জাতীয়

চট্টগ্রামে ১০০ টন গার্মেন্টস পণ্য জব্দ

চট্টগ্রাম নগরের দেওয়ানহাট এলাকায় একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বন্ড সুবিধায় আনা ১০০ টন গার্মেন্টস পণ্য জব্দ করেছে র‌্যাব-৭ এবং বন্ড কমিশনারেটের কর্মকর্তারা।

Advertisement

মঙ্গলবার দুপরে দেওয়ানহাট সুপারিপাড়ায় এস এম আইয়ুবের গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান জাগো নিউজকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানহাটে এস এম আইয়ুবের গোডাউনে যৌথ অভিযান চালায় র‌্যাব-৭ এবং বন্ড কমিশনারেটের কর্মকর্তারা। বন্ড সুবিধায় আনা এসব কাপড় খোলা বাজারে বিক্রি হচ্ছে। অভিযানে ১০০ টন ‘ফিনিশিং প্রোডাক্ট’ পাওয়া গেছে। এর মধ্যে কাপড়ের রোল, গেঞ্জি, শার্ট ও লেডিশ আইটেম রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় ওইসব পণ্য জব্দ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রতিষ্ঠানের মালিকের উল্লেখ করার মতো কোনো পরিচয় নেই। ইওলো সিন্ডিকেট নামে একটি লাইসেন্স রয়েছে তার। আগামীকাল (আজ) জব্দকৃত মালামালের মূল্য নির্ধারণ করা হবে। মালিক পক্ষ যদি প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেন তাহলে এর ওপর ভ্যাট নির্ধারণ করে তা আদায় করা হবে, অন্যথায় মালামালের মূল্যসহ পরিশোধ করতে হবে।’

Advertisement

আবু আজাদ/জেএইচ/এমএস