পাউরুটি, কেক ও বিস্কুটের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ও মূল্য লেখা না থাকা ও বাসি গ্রিল চিকেন, শিককাবাব, সিঙারা, সমুচা বিক্রি, ফ্রিজে রান্না করা মাংসের সঙ্গে কাঁচা মাছ, মাংস সংরক্ষণ করার অপরাধে ৬ প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Advertisement
মঙ্গলবার রাজধানীর হাতিরঝিল, গুলশান ও বনানী এলাকায় অভিযান চালিয়ে জরিমানার অর্থ আদায় করে বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।
আব্দুল জব্বার মণ্ডল জাগো নিউজকে জানান, মঙ্গলবার হাতিরঝিল, গুলশান ও বনানী এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানের অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাসি গ্রিল, শিককাবাব কাঁচা মাংসের সঙ্গে ফ্রিজের একই চেম্বারে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করে রেখেছে।
তিনি বলেন, এ ছাড়া পাউরুটি, কেক ও বিস্কুটের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ও মূল্য লেখা না থাকার অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে নোয়াখালী হোটেলকে পাঁচ হাজার টাকা, কস্তুরী রেস্তুরাঁকে ১০ হাজার টাকা, ইউসুফ বেকারি ২০ হাজার, খুশবু বিরিয়ানি ১০ হাজার টাকা, জরি রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা এবং পিজা গাইকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
Advertisement
এসআই/এমআরএম