খেলাধুলা

মেসিহীন আর্জেন্টিনার জয় চায় মাসচেরানো

ইনজুরির কারণে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে আর্জেন্টিনার সেরা তারকা লিওনেল মেসি। তাই বিশ্বকাপ বাছাই পর্বে মেসিকে ছাড়াই ইকুয়েডরের বিপক্ষে বৃহস্পতিবার মাঠে নামছে আর্জেন্টিনা। আর এ ম্যাচে মেসিকে ছাড়াই আর্জেন্টিনার জয়ের ব্যাপারে আশাবাদী ভারপ্রাপ্ত অধিনায়ক মাসচেরানো। মেসিকে ছাড়াই ম্যাচ জয়ের ব্যাপারে আশারবানী শুনিয়ে ভারপ্রাপ্ত দলপতি মাসচেরানো বলেন, মেসির অনুপস্থিতি আমাদের চিন্তায় আছে। দলের অন্যতম সেরা খেলোয়াড় সে। দলে তার না থাকাটা আমাদের জন্য অনেক ক্ষতিকর। তবে আমরা মেসিকে ছাড়াই ম্যাচ জিততে চাই। যা আগেও করে দেখিয়েছি আমরা।মেসিকে ছাড়া ম্যাচ জিততে হলে কি করতে হবে, তাও বলে দিয়েছেন মাচেরানো। তিনি বলেন, ‘দলের সবাই তাদের শতভাগ উজার করে দিবে, এমনটাই প্রত্যাশা আমার। তবেই ম্যাচ জয় সহজ হয়ে যাবে। সবাই যার যার কাজটা ভালোভাবে করলে জয় নিয়ে খুব বেশি ভাবার কোন কারন নেই। আর মেসির না থাকাটাও কোন অজুহাত হবে না।স্প্যানিশ লিগে গত ২৬ সেপ্টেম্বর লাস পালমাসের বিপক্ষে ম্যাচে বা-হাঁটুর লিগামেন্ট ইনজুরিতে পড়েন মেসি। ফলে আগামী ৭ থেকে ৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।এমআর/এমএস

Advertisement