প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদকে নিয়ে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘সুলতান’। সম্প্রতি শেষ হয়েছে এর সব কাজ। শিগগিরই দর্শকের কাছে পৌঁছে দেয়া হবে বলে জানা গেছে। এটি নির্মাণ করেছেন দিলশাদুল হক শিমুল।জানা গেছে, প্রামাণ্যচিত্রটির প্রথম প্রদর্শনী শুরু করবেন ফরিদপুর থেকে। আগামী ৯ অক্টোবর জেলা শিল্পকলা একাডেমিতে প্রদর্শনীটির উদ্বোধন করবেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।চলচ্চিত্রকার তারেক মাসুদের চলচ্চিত্র ভাবনা এবং জীবনদর্শন তুলে ধরা হয়েছে প্রামাণ্যচিত্রে। শুধু তাই নয়, তারেক মাসুদ যেভাবে সিনেমার ফেরি করে বেড়াতেন, ঠিক সেভাবেই ‘সুলতান’কে তার নির্মাতা নিয়ে যাবে মানুষের কাছে।আরো জানা গেছে, তারেক মাসুদের প্রথম নির্মাণ ছিল চিত্রশিল্পী এস এম সুলতানকে নিয়ে। এর নাম ছিল ‘আদম সুরত’। সুলতানের ওপর তথ্যচিত্র নির্মাণ করতে গিয়েই সিনেমার হাতেখড়ি তারেক মাসুদের। মূলত তারেক মাসুদের মাধ্যমেই এস এম সুলতানের দর্শন ছড়িয়ে পড়েছিলো সবার মাঝে। সে ভাবনা থেকেই তারেক মাসুদকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রের নাম দেয়া হয়েছে সুলতান। দেখুন সুলতান ডকুমেন্টটির কিছু অংশএলএ/আরআইপি
Advertisement