রাজনীতি

মান্নানের আসনে উপ-নির্বাচনে লড়তে চান তার স্ত্রী

আওয়ামী লীগ নেতা আবদুল মান্নানের মৃত্যুতে শূন্য হওয়া বগুড়া-১ আসনের উপ-নির্বাচনে অংশ নিতে তার স্ত্রী সাহাদারা মান্নান দলের আবেদন ফরম সংগ্রহ করেছেন।

Advertisement

মঙ্গলবার বিকেলে সাহাদারা মান্নানের পক্ষে সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান এ ফরম সংগ্রহ করেন। বগুড়া- ১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের উপ-নির্বাচনের জন্য এ পর্যন্ত পাঁচজন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

উল্লেখ্য, বগুড়া-১ আসনের আওয়ামী লীগের সাংসদ আব্দুল মান্নান গত ২৮ জানুয়ারি সকাল সোয়া ৮টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আব্দুল মান্নান বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি একসময় ছাত্রলীগের সভাপতি ছিলেন। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতির দায়িত্ব নেওয়ার আগে আবদুল মান্নান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপিও ছিলেন। তার বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি গ্রামে । ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল মান্নান। ২০১৪ সালের দশম জাতীয় সংসদে নির্বাচনে জয় পান তিনি। আব্দুল মান্নান ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

Advertisement

এফএইচএস/এমএফ/এমকেএইচ