সংযুক্ত আরব আমিরাতে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক ভারতীয় নাগরিক। এতে সেখানে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আটে। মধ্যপ্রাচ্যের দেশটিতে বাংলাদেশিসহ প্রচুর বিদেশি কর্মী রয়েছেন।
Advertisement
সোমবার (১০ ফেব্রুয়ারি) আরব আমিরাতের স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রণালয় জানায়, সম্প্রতি করোনাভাইরাসে চিকিৎসাধীন একজনের সঙ্গে দেখা করার (ইন্টার্যাক্ট) পর ওই ভারতীয় এতে সংক্রমিত হন।
এর আগে গত রোববার (৯ ফেব্রুয়ারি) মন্ত্রণালয় জানায়, আমিরাতে এক চীনা ও এক ফিলিপিনো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের আরব আমিরাতের সর্বোচ্চ সেবা দেয়া হচ্ছে।
করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে কোনো রোগী হাসপাতালে ভর্তি হলে তাকে যাবতীয় সব সেবা দেয়া হবে বলেও জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়।
Advertisement
করোনাভাইরাসে ভারতের কোনো নাগরিকের আক্রান্ত হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। ভারতেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনজন। তাদের নিবিড় সেবা দিয়ে যাচ্ছে সরকার।
এদিকে আরব আমিরাতের দুবাই ও আবুধাবিসহ বিভিন্ন শহরে ভারতীয়দের পাশাপাশি প্রচুরসংখ্যক বাংলাদেশিও কর্মরত। এছাড়া দেশটিতে প্রতিদিন ব্যবসায়িক কাজে বা পর্যটক হিসেবে ভ্রমণ করছেন অজস্র বিদেশি। এক্ষেত্রে বিদেশিসহ সবাইকে সচেতনভাবে চলাফেরার নির্দেশনা দিয়েছে আরব আমিরাত সরকার।
অন্যদিকে, চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাসে এখন পর্যন্ত দেশটিতেই মৃত্যু হয়েছে এক হাজার ১৬ জনের। ফিলিপাইন ও হংকংয়ে মৃত্যু হয়েছে আরও দু’জনের। আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ১০২ জন।
এ ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা এবং প্রাণহানি বাড়তে থাকায় বিশ্বব্যাপী জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশসহ অধিকাংশ দেশ।
Advertisement
আক্রান্তের সংখ্যার দিক থেকে অনেক আগেই সার্স (সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম) ভাইরাসকে ছাড়িয়েছে করোনাভাইরাস। ২০০২-০৩ সালে আট মাসের মধ্যে ২৫টি দেশে সার্স ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ৮ হাজার ৯৮ জন। প্রাণ হারিয়েছিলেন ৭৭৪ জন।
এবার ছড়ানো করোনাভাইরাস চীনের বাইরে ২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এ দেশ ও অঞ্চলগুলো হলো- অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কম্বোডিয়া, কানাডা, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, হংকং, ভারত, ইতালি, জাপান, ম্যাকাও, মালয়েশিয়া, নেপাল, রাশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, স্পেন, শ্রীলঙ্কা, সুইডেন, তাইওয়ান, থাইল্যান্ড, ফিলিপাইন, আরব আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ভিয়েতনাম।
এইচএ/পিআর