রাজনীতি

জাপা চেয়ারম্যানের সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান সৌজন্য সাক্ষাৎ করেছেন।

Advertisement

মঙ্গলবার দুপুর ১২টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে সাক্ষাৎ করেন তিনি। এ সময় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ও জাতীয় পার্টি চেয়ারম্যান মতবিনিময় করেন। ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান কৃতজ্ঞতার সঙ্গে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের কথা স্মরণ করেন।

হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, ফিলিস্তিন রাষ্ট্র এবং সে দেশের মানুষের প্রতি পল্লীবন্ধুর অকৃত্রিম ভালোবাসা আমরা আজীবন স্মরণ রাখবো।

গোলাম মোহাম্মদ কাদের ফিলিস্তিনিদের ন্যায্য দাবির বিষয়ে জাতীয় পার্টির সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, হৃদ্যতাপূর্ণ পরিবেশে পারস্পরিক আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।

Advertisement

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা এবং চেয়ারম্যানের উপদেষ্টা মাহমুদুর রহমান মাহমুদ উপস্থিত ছিলেন।

এইউএ/এমএসএইচ/পিআর