জাতীয়

সিলনের নকল প্যাকেটে বিক্রি হচ্ছে ভারতীয় চা!

দেশী চা-পাতার ব্র্যান্ড সিলনের প্যাকেটে নিম্নমানের ভারতীয় চা বাজারজাত করার দায়ে চট্টগ্রামে তিনজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে সিলনের নকল প্যাকেট তৈরির মেশিন ও বিপুল পরিমাণ ভারতীয় নিম্নমানের চা-পাতা উদ্ধার করা হয়। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানার মোহরা কাঁচারাস্তা এলাকার কয়েকটি কারখানায় অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ।

Advertisement

আটকরা হলেন- পটিয়া উপজেলার আজিমপুর গ্রামের বাসিন্দা মো. সাজ্জাদ, শহিদুল ইসলাম এবং মো. রবিউল হোসেন।

অভিযানে অংশ নেয়া পুলিশ সদস্যরা জাগো নিউজকে জানান, দেখে বোঝার উপায় নেই কোনটা আসল আর কোনটা নকল সিলন চায়ের প্যাকেট। ভারত থেকে চোরাই পথে আনা নিম্নমানের চা-পাতা এসব নকল প্যাকেটে ভরে বাজারজাত করে আসছিল এই অসাধু চক্রটি।

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহম্মেদ জাগো নিউজকে বলেন, ‘দেশের বিখ্যাত ব্র্যান্ড সিলন চায়ের প্যাকেট হুবহু নকল করে নিম্নমানের চা পাতা প্যাকেটজাত করে আসছিল এই চক্রটি। অভিযানে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন নিম্নমানের ক্ষতিকর কয়েকশ বস্তা চা-পাতা, সিলনের বিপুল পরিমাণ নকল প্যাকেট ও মেশিন জব্দ করা হয়। এসময় তিনজনকে আটকও করা হয়।’

Advertisement

তিনি বলেন, ‘এই চক্রটি দীর্ঘদিন ধরে ভারত থেকে চোরাই পথে আনা নিম্নমানের চা-পাতা দেশের জনপিয় ব্র্যান্ড সিলনের নকল প্যাকেটে ভরে অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল। এতে সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারিয়েছে। এ ছাড়া প্রতারিত হয়েছে ভোক্তাসাধারণ। আটকদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।’

আবু আজাদ/এমএফ/জেআইএম