ট্রেনে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়া অধ্যক্ষ আব্দুস সালাম চৌধুরীর শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন জামালপুরের ইসলামপুর জে জে কে এম গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও কর্মচারীরা।
Advertisement
একই সঙ্গে এ ঘটনায় অধ্যক্ষকে অপসারণের দাবি জানিয়ে সমাবেশ করেন তারা। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে সমাবেশ করে এসব দাবি জানান শিক্ষক-কর্মচারীরা।
এর আগে ইসলামপুর জে জে কে এম গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ইসলামপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও ইসলামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, সহকারী শিক্ষক সামছুল আলম, আমিনুল ইসলাম, আব্দুর রাজ্জাক ও নাহিদা আক্তার প্রমুখ।
Advertisement
তারা বলেন, নারী কেলেঙ্কারির ঘটনায় জড়িত অধ্যক্ষ আব্দুস সালাম চৌধুরীকে অপসারণের দাবি জানাই আমরা। একই সঙ্গে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
গত রোববার (০২ ফেব্রুয়ারি) ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ‘ঘ’ নাম্বার কোচের একটি কেবিন বুকিং করে কলেজের প্রাক্তন এক ছাত্রীকে (২৭) নিয়ে ভ্রমণ করছিলেন অধ্যক্ষ আব্দুস সালাম চৌধুরী।
আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি মেলান্দহ স্টেশন অতিক্রম করার পর মেয়েসহ ট্রেনের ওই কেবিনটি ভেতর থেকে বন্ধ থাকায় যাত্রীদের সন্দেহ হয়। কেবিনের বাইরে থেকে ডাকাডাকির পরও দরজা না খোলায় ট্রেনে কর্তব্যরত জিআরপি পুলিশকে বিষয়টি জানান যাত্রীরা। পরে জিআরপি পুলিশ ওই কেবিনে গিয়ে অধ্যক্ষ আব্দুস সালাম চৌধুরীকে ওই ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করে। এ সময় আব্দুস সালামের ব্যবহৃত কনডমটি গিলে ফেলার চেষ্টা করেন। পরে পুলিশ কনস্টেবল আব্দুল মান্নান ওই অধ্যক্ষের মুখ থেকে কনডম উদ্ধার করেন এবং তাদের আটক করে দেওয়ানগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যান।
এএম/এমকেএইচ
Advertisement