স্বপ্নের বিশ্বকাপের শিরোপা থেকে মাত্র ১৭৮ রানের দূরত্বে বাংলাদেশের যুবারা। যুব বিশ্বকাপের ফাইনালে এই ১৭৮ রান করতে পারলেই বিশ্বকাপ ছুঁয়ে দেখতে পারবেন তরুণ টাইগাররা।
Advertisement
রোববার (৯ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমের সেনওয়েজ পার্কে বিশ্বকাপের ফাইনালে শক্তিশালী এবং কয়েকবারের চ্যাম্পিয়ন ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়ে ১৭৭ রানে বেঁধে ফেলেছে বাংলাদেশ দল। ফলে তরুণ টাইগারদের সামনে টার্গেট দাঁড়িয়েছে ১৭৭ রান।
এত অল্প রানে ভারতের মতো দলকে বেঁধে ফেলার ক্ষেত্রে টাইগারদের দুর্দান্ত বোলিং-ফিল্ডিং নজর কেড়েছে সবার। খেলার প্রথমার্ধে লাল-সবুজের পতাকাবাহী যুবাদের এমন পারফরম্যান্স মুগ্ধ করেছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি টম মুডিকেও।
ভারতকে বাংলাদেশ ১৭৭ রানে অলআউট করে ফেলার পর বিশ্বকাপজয়ী কোচ মুডি তার টুইটার অ্যাকাউন্টে বলেন, ‘বাংলাদেশি তরুণরা অবিশ্বাস্য গোছানো বোলিং-ফিল্ডিং দেখিয়েছে। প্রথমার্ধে বাংলাদেশ জিতে গেছে, ১৭৮-এর লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে কি তারা তাদের স্নায়ু ধরে রাখতে পারবে?’
Advertisement
টম মুডি যে প্রশ্নের উত্তর পেতে টিভি সেটের দিকে তাকিয়ে, সেই একই আশায় টিভি সেটের সামনে চোখ কোটি বাঙালির।
এইচএ/এমকেএইচ