১৯৩২ খ্রিস্টাব্দের এই দিনে রয়্যাল ইন্ডিয়ান এয়ার ফোর্স প্রতিষ্ঠিত। ১৯৫৪ খ্রিস্টাব্দের এই দিনে হোচিমিনের নেতৃত্বে কমিউনিস্টদের হ্যানয় দখল। ১৯৬৭ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড এন্টর্নির পরলোকগমন। ১৯৭৩ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটিনে আইন সম্মত বাণিজ্যিক বেতারকেন্দ্র সম্প্রচার শুরু। ১৯৮৯ খ্রিস্টাব্দের এই দিনে হাঙ্গেরীতে কমিউন্সিপার্টি বিলুপ্ত ঘোষণা। ১৯৯২ খ্রিস্টাব্দের এই দিনে জার্মান রাস্ট্রনায়ক উইলি ব্রান্টের মৃত্যু।এইচআর/এমএস
Advertisement