বৃহস্পতিবার (৮ অক্টোবর) টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে দলের প্রার্থীতা চূড়ান্ত করবে বাংলাদেশ আওয়ামী লীগ। আগামী ১০ নভেম্বর এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।বুধবার রাতে আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের বৈঠক শেষে বোর্ডের সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, গণভবনে দলের সংসদীয় বোর্ডের সভায় উপ-নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করা হবে।প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা গণভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন। সংসদীয় বোর্ড আজ ১৯ জন দলীয় প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণ করে।নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র পেশের শেষ দিন হচ্ছে রোববার। যাচাই-বাছাই হবে মঙ্গলবার। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে ২১ অক্টোবর।গত ১ সেপ্টেম্বর আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা লতিফ সিদ্দিকী সংসদ থেকে পদত্যাগ করলে আসনটি শূন্য হয়।বিএ
Advertisement