আন্তর্জাতিক

করোনাভাইরাস: প্রতিদিন যেভাবে বেড়েছে মৃতের সংখ্যা

করোনাভাইরাসের ওষুধ বা প্রতিষেধক এখনও আসেনি, জানা যায়নি সংক্রমণের উৎসও। ফলে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর ঘটনা। একদিনের মৃতের সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে আগের দিনকে। এখন পর্যন্ত সারাবিশ্বে করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন অন্তত ৮১৩ জন, এর মধ্যে শুধু চীনেই মারা গেছেন ৮১১ জন। আর আক্রান্তের সংখ্যা ৩৭ হাজারেরও বেশি।

Advertisement

শনিবার (৮ ফেব্রুয়ারি) প্রাণঘাতী এই ভাইরাসে চীনে মারা গেছেন ৮৯ জন। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের (এনএইচসি) হিসাবে, এটিই এখন পর্যন্ত একদিনে করোনাভাইরাসে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।

গত ৩১ ডিসেম্বর প্রথমবারের মতো করোনাভাইরাস আক্রান্তের সন্ধান পাওয়া যায় চীনের হুবেই প্রদেশের উহানে। তবে শুরুতে মাসখানেক মৃত্যুর ঘটনা খুব বেশি ছিল না। ২২ জানুয়ারি পর্যন্ত এতে মারা যান মোট ১৭ জন।

এরপর ২৩ জানুয়ারি একদিনেই প্রাণ হারান আটজন। ২৪ জানুয়ারি এই সংখ্যা দ্বিগুণ বেড়ে হয় ১৬ জন। ২৫ জানুয়ারি তা সামান্য কমে হয় ১৫ জন। এরপর ২৬ জানুয়ারি একদিনেই মারা যান ২৪ জন।

Advertisement

২৭ জানুয়ারি মারা যান ২৬ জন। ২৮ জানুয়ারিও এই সংখ্যা একই ছিল। মাসের শেষ তিনদিনে করোনাভাইরাসে প্রাণ হারান শতাধিক মানুষ। এর মধ্যে ২৯ জানুয়ারি মারা যান ৩৮ জন, ৩০ জানুয়ারি ৪৩ জন ও ৩১ জানুয়ারি ৪৬ জন।

ফেব্রুয়ারি মাসের প্রথমদিন মৃত্যুর সংখ্যা একটি কমে হয় ৪৫। ২ ফেব্রুয়ারি তা বেড়ে হয় ৫৭ জন। এরপর ৪ ফেব্রুয়ারি মারা যান ৬৫ জন। ৫ ও ৬ ফেব্রুয়ারি প্রাণ হারান ৭৩ জন করে।

৭ ফেব্রুয়ারি একদিনে মৃত্যুর সংখ্যা নতুন রেকর্ড গড়ে হয় ৮৬ জন। একদিন পরেই সেই রেকর্ড ভেঙে ৮ ফেব্রুয়ারি মারা যান ৮৯ জন। এদিন করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা সার্স (সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম) ভাইরাস মহামারিতে মৃত্যুকে ছাড়িয়ে যায়। ২০০২-০৩ সালে সার্সে বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছিলেন ৭৭৪ জন। আর এতে আক্রান্ত হন ৮ হাজার ৯৮ জন, যা অনেক আগেই পার করে ফেলেছে করোনাভাইরাস।

সূত্র: সিএনএন

Advertisement

কেএএ/পিআর