উজবেকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে গেলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দল। শেষ ম্যাচে ৪-০ গোলে হেরে ‘এ’ গ্রুপের রানার্সআপ বাংলাদেশের যুবারা। গ্রুপ রানার্সআপ হয়েও এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের মূল পর্বে খেলার স্বপ্ন পূরণ করতে পারলো না তারা।এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে খেলতে হলে বাংলাদেশকে সেরা পাঁচ রানার্সআপ দলে জায়গা করে নিতে হতা। কিন্তু সেরা পাঁচে না থাকায় স্বপ্নভঙ্গ হলো যুবাদের। টানা তিন ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে উঠেছে উজবেকিস্তান।মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরুতে এগিয়ে যায় উজবেকিস্তান। দ্বিতীয় মিনিটে বক্সের জটলার মধ্য থেকে বাংলাদেশ গোলরক্ষক আনিসুর রহমানকে পরাস্ত করেন ফরোয়ার্ড দস্তোন ইব্রাহিমোভ। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় উজবেকিস্তান।দ্বিতীয়ার্ধের ৬১তম মিনিটে আবারো পিছিয়ে পড়ে বাংলাদেশ। মিডফিল্ডার ইব্রাহিমোভের শট টুটুল হোসেন বাদশার পায়ে লেগে জালে জড়িয়ে যায়। খেলার ৮০তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে নেয় উজবেকিস্তান।সতীর্থের লম্বা ক্রস ধরে বাংলাদেশের এক ডিফেন্ডারকে ছিটকে দিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন বোবির আবদিক্সোলিকোভ। আর অতিরিক্ত সময়ে ম্যাচের চতুর্থ গোলটি করেন সুখরোভ নুরুল্লোভ।এর আগে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ পর্ব শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে দুর্বল ভুটানের বিপক্ষে ১-১ ড্র করে যুবারা।বিএ
Advertisement