খেলাধুলা

ফাইনালের আগে ভিন্ন চিন্তা বাংলাদেশ-ভারতের

‘ফাইনাল বলে যে বাড়তি চাপ নিতে হবে, তেমন কিছু না। আমরা নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলবো’- নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত হওয়ার পর সংবাদ সম্মেলনে কথাগুলো বলছিলেন সেদিনের জয়ের নায়ক মাহমুদুল হাসান জয়। তার মতে নিজেদের স্বাভাবিক খেলাটা খেললেই ভালো কিছু সম্ভব ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচে।

Advertisement

আজ (শনিবার) মহাগুরুত্বপূর্ণ ফাইনালের আগেও একই কথা উচ্চারিত হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলির কণ্ঠেও। ফাইনালের বাড়তি চাপ নিতে চায় না তার দল, বরং স্বাভাবিক ম্যাচ হিসেবেই খেলতে চান ভারতের বিপক্ষে ফাইনালে- এ মন্ত্রই আকবর জানালেন ম্যাচের আগেরদিন।

ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে আকবল বলেন, ‘আমি মনে করি, ফাইনাল ম্যাচটিকে আমরা স্বাভাবিক গেম হিসেবেই নিচ্ছি। তবে ছেলেরা এ ম্যাচে খেলার জন্য মুখিয়ে আছে। শিরোপা জিতে বাড়ি ফেরার জন্য এটা আমাদের কাছে অনেক বড় সুযোগ। আমরা আমাদের বেসিক ঠিক রেখে খেলার কথা ভাবছি। এখনও বিশ্লেষণ চলছে আগের ম্যাচগুলো দেখে। স্বাভাবিক খেলা খেলতে পারলেই তাদের হারাতে পারবো আশা করি।’

অন্যদিকে, যুব বিশ্বকাপে চারবারের চ্যাম্পিয়ন ভারত। এমনকি ২০১৮ সালের সবশেষ আসরেও শিরোপা জিতেছিল পৃথ্বি শ’র দল। যার ফলে এবার প্রিয়াম গার্গের নেতৃত্বে খেলতে আসা ভারতীয় যুবাদের ওপরেও প্রত্যাশার চাপ রয়েছে। সে চাপ দূরে ঠেলে নিজেদের মনোযোগ ধরে রাখার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ভারত অধিনায়ক।

Advertisement

তিনি বলেন, ‘আমি মনে করি, গণমাধ্যমের আগ্রহ বা আলোচনা খেলার নিয়মিত একটা অংশ। এসবও ঠিকঠাক সামাল দেয়া উচিৎ। তবে এখন আমাদের মনোযোগ পুরোপুরি ফাইনাল ম্যাচের ওপর। বৃষ্টির কারণে আজকের প্রস্তুতি নিতে পারিনি আমরা। গত দেড় বছর ধরে আমরা যত কঠোর পরিশ্রম করেছি, সেটার ফল আমরা কাল (রোববার) দেখাতে চাই।’

ফাইনালের আগে দুই দলের অধিনায়কের ভাবনা ভিন্ন হলেও, এখনও পর্যন্ত টুর্নামেন্টে প্রায় একই ছিলো বাংলাদেশ-ভারতের সফর। ফাইনালে ওঠার পথে গ্রুপ পর্বে জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডের বিপক্ষে জিতেছে বাংলাদেশ। বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি। পরে কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকা ও সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে আকবর আলির দল।

অন্যদিকে গ্রুপপর্বের তিন ম্যাচেই দাপুটে জয় পেয়েছে ভারতীয় যুবারা। শ্রীলঙ্কা, জাপান ও নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল পাত্তাই পায়নি ভারতের কাছে। এমনকি কোয়ার্টার ফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়া এবং সেমিফাইনালে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকেও হেসেখেলে হারিয়েছে প্রিয়ম গার্গের দল। এবার দেখার বিষয়, ফাইনালে কোন দল ধরে রাখতে পারে নিজেদের অপরাজিত দৌড় আর কাদের থামতে হয় রানারআপ হয়েই।

এসএএস/জেআইএম

Advertisement