ক্যাম্পাস

ঢাবি সূর্যসেন হলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্যসেন হলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাব্বির আহম্মদ চ্যাম্পিয়ন এবং মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. জোনায়েদ মিয়া রানার্স-আপ হয়েছেন।

Advertisement

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিশ্ববিদ্যালয়েরর উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন প্রধান অতিথি থেকে এ প্রতিযাগিতার উদ্বোধন করেন।

উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে হবে। বর্তমান যুগে অন্তর্ভুক্তিমূলক কাজে জড়িতরা কর্মক্ষেত্রে ভালো করে। চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিতে হলে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে হবে।

Advertisement

অনুষ্ঠানে হল প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মকবুল হাসান ভূঁইয়া, ঢাবি অ্যাথলেটিক্স কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার, সিনিয়র আবাসিক শিক্ষক আমিনুল ইসলাম, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহান আলী, হলের সিনিয়র কর্মকর্তা আব্দুল মোতালেব, হল সংসদের ভিপি মারিয়াম জামান খান সোহান, জিএস সিয়াম রহমান, সাহিত্য সম্পাদক আল-সাদী ভূঁইয়া, সদস্য আব্দুল্লাহ খান শৈশবসহ হলের আবাসিক শিক্ষক, শিক্ষার্থী এবং কেন্দ্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আল-সাদী/এএইচ/এমকেএইচ