জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে বিভিন্ন ক্রীড়া ফেডারেশন সংশ্লিষ্ট খেলার বিশ্ব তারকা এনে চমক দেখানোর পরিকল্পনা নিয়েছে। ইতোমধ্যে ঢাকা ঘুরে গেছেন ব্রাজিলের সুপারস্টার গোলরক্ষক হুলিও সিজার।
Advertisement
মুজিববর্ষের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট বঙ্গবন্ধু গোল্ডকাপ চলাকালীন এসেছিলেন ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপ খেলা এই গোলরক্ষক। পেলে-ম্যারাডোনাকে আনার কথাও শোনা যাচ্ছে।
বাংলাদেশ টেনিস ফেডারেশন মার্চে ‘বঙ্গবন্ধু প্রিমিয়ার টেনিস লিগে’র উদ্বোধনী অনুষ্ঠানে উড়িয়ে আনার চেষ্টা করছে এক বা একাধিক বিশ্ব তারকা টেনিস খেলোয়াড়কে। জার্মানির স্টেফি গ্রাফ, রাশিয়ার মারিয়া শারাপোভা ও ভারতের সানিয়া মির্জা বা তাদের যেকোনো একজনকে দেখা যেতে পারে ২৬ মার্চ রমনা টেনিস কমপ্লেক্সে ‘বঙ্গবন্ধু প্রিমিয়ার টেনিস লিগের’ উদ্বোধনী অনুষ্ঠানে। এটিই হবে দেশে টেনিসের প্রথম লিগ।
অন্য ফেডারেশনগুলোও বসে নেই। বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে আয়োজন করতে যাচ্ছে ৯ জাতির বঙ্গবন্ধু আন্তর্জাতিক জিমন্যাস্টিক প্রতিযোগিতা। ওই টুর্নামেন্টের আকর্ষণ বাড়াতে তারাও উড়িয়ে আনতে যায় অলিম্পিকে স্বর্ণজয়ী কোন সুপারস্টার জিমন্যাস্টকে।
Advertisement
গত মাসে কাতারে অনুষ্ঠিত হয়েছে এশিয়ান জিমন্যাস্টিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সভা। সেখানে যোগ দিয়েছিলেন বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ মামুন। সে সভায় বাংলাদেশের আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা অনুমোদন হয়েছে। কোন ৯ দেশ খেলবে এই টুর্নামেন্টে তাও নিশ্চিত হয়েছে এরই মধ্যে।
বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান বাবলু জাগো নিউজকে জানিয়েছেন, নভেম্বরের ওই আন্তর্জাতিক টুর্নামেন্টকে জাঁকজমক করতে একজন বিশ্ব তারকা জিমন্যাস্টকে আনার পরিকল্পনা তাদের আছে। তবে সেটা সম্ভব হবে কি না তা এখনও নিশ্চিত নয়।
রাশিয়ার মার্গারিটা মামুনের নাম সবার জানা। অলিম্পিক গেমসে স্বর্ণজয়ী এই সুপারস্টার জিমন্যাস্টকে লক্ষ্য করেই কাজ শুরু করেছে ফেডারেশন। মার্গারিটা মামুনের বাবা বাংলাদেশি আবদুল্লাহ আল মামুন এবং মা আনা রাশিয়ার সাবেক রিদমিক জিমন্যাস্ট।
২০১৬ সালে রিও অলিম্পিকে স্বর্ণ জিতেছেন মার্গারিটা মামুন। রিদমিক জিমন্যাস্টিকসে অলিম্পিকে স্বর্ণজয়ের আগে বিশ্ব রেকর্ডও করেছিলেন বাংলাদেশি বংশদ্ভূত মার্গারিটা। তাকে আনাটা অন্য যে কোনো অলিম্পিক গোল্ড মেডেলিস্টের চেয়ে সহজ হতে পারে জিমন্যাস্টিকস ফেডারেশনের জন্য।
Advertisement
‘একজন অলিম্পিক গোল্ড মেডেলিস্ট আনতে বহু অর্থের প্রয়োজন। আমরা রাশিয়ান মার্গারিটা মামুনের বিষয়ে কথাবার্তা বলছি দেশটির জিমন্যাস্টিকস ফেডারেশনের মাধ্যমে। তবে বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে। কোনো কিছুই চূড়ান্ত হয়নি। আমাদের প্রথম কাজ ছিল টুর্নামেন্টের অনুমোদন পাওয়া। সেটা পেয়েছি। কারণ এ ধরনের টুর্নামেন্টের সবকিছু ৬-৭ মাস আগে চূড়ান্ত করতে হয়’- বলছিলেন জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান বাবলু।
সাধারণ সম্পাদক আরও জানিয়েছেন, ‘বাংলাদেশ, ইরান, তুর্কিমেনিস্তান, আজারবাইজান, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা ও আফগানিস্তান থেকে আসা দল সিনিয়র-জুনিয়র দুটি গ্রুপের এ টুর্নামেন্টে অংশ নেবে। আমাদের জুনিয়র গ্রুপের ভালো করার সম্ভাবনা আছে। তাই জুনিয়র বিভাগ রাখছি। ছেলে ও মেয়েদের নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টে প্রতি দেশের ২০ জন জিমন্যাস্ট থাকবেন। খেলোয়াড়, অফিসিয়াল মিলিয়ে আড়াইশ’র মতো মানুষের থাকা-থাকার ব্যবস্থা করতে হবে আমাদের। যে কারণে আমাদের এসব বিষয় এশিয়ান জিমন্যাস্টিকস ইউনিয়নকে অফিসিয়ালি অবহিত করতে হয়েছে। আমাদের এখানে থাকা-খাওয়ার কী ব্যবস্থা সব কিছু বিস্তারিতভাবে জানানো হয়েছে এশিয়ান জিমন্যাস্টিকস ইউনিয়নকে।’
শেষ পর্যন্ত আন্তর্জাতিক কোনো তারকাকে আনা সম্ভব হোক বা না হোক জাতির পিতার নামের এই টুর্নামেন্টকে যতটা সম্ভব জাঁকজমকপূর্ণ করার পরিকল্পনা নিয়েই কাজ করছে বাংলাদেশ জিমন্যাস্টিক ফেডাশেন। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে হবে এই আন্তর্জাতিক জিমন্যাস্টিকস টুর্নামেন্ট। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান করা হবে বলেও জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। থাকবে গান-বাজনাসহ নানা ধরনের অনুষ্ঠান।
উল্লেখ্য যে, মুজিববর্ষে ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে ক্রীড়াঙ্গনে ১০০টির মতো আয়োজন থাকবে। বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন এই একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাই জমা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক জিমন্যাস্টিকস টুর্নামেন্ট আয়োজনটি জমিয়ে দেয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে ফেডারেশন।
আরআই/এসএএস/এমকেএইচ