ক্যাম্পাস

নবীনদের বরণ করে নিল ইউরোপিয়ান আইটি ইনস্টিটিউট

‘কারিগরি শিক্ষা নেবো, বেকারত্ব নয় স্বাবলম্বী হবো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইউরোপিয়ান আইটি ইনস্টিটিউটের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে ইউরোপিয়ান আইটি ইনস্টিটিউট ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ২০২০ শিক্ষাবর্ষের ডেভেলপমেন্ট, ডিজাইনিং এবং নেটওয়ার্কিং ডিপার্টমেন্টের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট শিক্ষার্থীরা অংশ নেন।

Advertisement

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানটির কান্ট্রি ডিরেক্টর মো. মামুন উর রসিদ বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। আমাদের দেশে সাধারণ শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা পাস করে যাচ্ছে আর বেকারত্বের সংখ্যা বাড়ছে। কিন্তু কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে চাকরি না হলেও কেউ বেকার থাকছে না।

তিনি বলেন, শিক্ষার মাধ্যমে মানুষ যদি মেধাভিত্তিক জনশক্তিতে রুপান্তর না হয় তাহলে জাতির অগ্রগতি হয় না, জাতীয় জীবনে সমৃদ্ধি আসে না। তাই বর্তমানে বিশেষভাবে প্রয়োজন কারিগরি শিক্ষার। সর্বোপরি কারিগরি শিক্ষা জাতিকে দিতে পারে আত্মকর্মসংস্থানের উপায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টার্টআপ বাংলাদেশের সিনিয়র কনসালটেন্ট (রিসার্চ অ্যান্ড ইনোভেশন ) আরএইচএম আলাওল কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসই ট্রেইনিং একাডেমির প্রধান মুহাম্মাদ রনি ইসলাম ও মাল্টি লেটারেল ডেভেলপমেন্ট ব্যাংকের কিউরমেন্ট কনসালটেন্ট মো. বজলুল কাদির।

Advertisement

এ সময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন প্রতিষ্ঠানটির কান্ট্রি ডিরেক্টর ও অতিথিরা।

আরএআর/জেআইএম