ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্যক্ত করার দায়ে মো. নূর ইসলাম (৩০) নামে এক বখাটে যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেল ৫টায় সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এমরান হোসেন এই কারাদণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত নূর ইসলাম সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুন্সিহাটি এলাকার দ্বীন ইসলামের ছেলে।এদিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বখাটে নূর ইসলামকে কারাদণ্ডাদেশ দেওয়ার পর তার পরিবারের লোকজন ওই স্কুলছাত্রীর পরিবারের সদস্যদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার ঘটনায় সরাইল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রনিসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।তবে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন জাগো নিউজকে জানান, আসামি নূর ইসলামকে পুলিশ নিয়ে যাওয়ার সময় তার পরিবারের লোকজনদের সঙ্গে পুলিশ ও স্কুলছাত্রীর পরিবারের টানা-হেচঁড়ার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ আহত হননি বলে জানান তিনি।সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এমরান হোসেন জানান, নূর ইসলাম দীর্ঘদিন ধরে ওই স্কুলছাত্রীকে উত্যক্ত করে আসছিল। বখাটে নূর ইসলামের পরিবারকে বিষয়টি জানানো হলেও এতে কোনো প্রতিকার পাওয়া যায়নি। পরে মঙ্গলবার সকালে নূর ইসলাম ওই স্কুলছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ ঘটনায় ওই স্কুলছাত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দেয়। পরে বিকেলে পুলিশ নূর ইসলামকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।আজিজুল আলম সঞ্চয়/এমএএস/আরআইপি
Advertisement