চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। মূলত গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর চীনের বিভিন্ন শহর থেকে শুরু করে চীনের বাইরেও বিভিন্ন দেশে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।
Advertisement
এখন পর্যন্ত বিশ্বের ২৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। চীন ছাড়া এসব দেশ ও অঞ্চলে ৩১০ জনের বেশি এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
এ পর্যন্ত অস্ট্রেলিয়ায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৫ জন, বেলজিয়ামে একজন, কম্বোডিয়ায় একজন, কানাডায় পাঁচজন, ফিনল্যান্ডে একজন, ফ্রান্সের ছয়জন, জার্মানিতে তিনজন।
হংকংয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং আরও কমপক্ষে ২৪ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে, ভারতে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে তিনজন, ইতালিতে তিনজন।
Advertisement
এদিকে, জাপানে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৮৬ জন; এদের মধ্যে ৬১ জনই একটি প্রমোদতরীর। তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অপরদিকে ম্যাকাওতে ১০ জন, মালয়েশিয়ায় ১৪ জন, নেপালে একজন, রাশিয়ায় দু'জন, সিঙ্গাপুরে ৩০ জন, দক্ষিণ কোরিয়ায় ২৪ জন, স্পেনে একজন, শ্রীলঙ্কায় একজন, সুইডেনে একজন, তাইওয়ানে ১৬ জন এবং থাইল্যান্ডে ২৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।
অপরদিকে, ফিলিপাইনে তিনজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং সেখানে একজনের মৃত্যু হয়েছে। আরব আমিরাতে পাঁচজন, যুক্তরাজ্যে তিনজন, যুক্তরাষ্ট্রে ১২ জন জন এবং ভিয়েতনামে ১২ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।
চীনে করোনাভাইরাসে এখন পর্যন্ত ৬৩৬ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে ৩০ হাজারের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, করোনাভাইরাসে একদিনেই নতুন করে আরও ৭৩ জনের মৃত্যু হয়েছে।
অপরদিকে নতুন করে আরও তিন হাজার একশ ৪৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ৩১ হাজার ১৬১। আক্রান্তদের মধ্যে চার হাজার ৮শ জনের অবস্থা গুরুতর।
Advertisement
টিটিএন/এমএস