নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উভয়পক্ষের মাঝে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মুছাপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষ বন্দর থানায় পাল্টা-পাল্টি অভিযোগ দায়ের করেছেন। আহতরা হলো, হাজী জয়নাল আবেদীন (৬৫), আনোয়ারা বেগম (৫৫), শিকিম আলী (৩৫), ইব্রাহীম (৩০), পারভেজ (৩০), মানিক (২৬), নূরে আলম বর্ষা (১৮), আনোয়ারা (৫০), আবু বক্কর সিদ্দিক (৫৫) ও হাবিবুর রহমান (৪০)। আহতদের নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা যায়, বন্দরের মুছাপুর এলাকায় মৃত শাহ আলমের ছেলে হাজী জয়নাল আবেদীন, আবু বক্কর সিদ্দিক ও হাবিবুর রহমান তিন ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের জের ধরে মঙ্গলবার দুপুরে হাজী জয়নাল আবেদীনের পরিবার ও আবু বক্কর সিদ্দিকের পরিবার ও তাদের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হন।বন্দরের কামতাল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আনোয়ার হোসেন জাগো নিউজকে জানান, জমি সংক্রান্তের বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষ থানায় পাল্টা-পাল্টি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ দুইটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। শাহাদাৎ হোসেন/এআরএ/আরআইপি
Advertisement