অবশেষে ভারতে যাত্রা শুরু করল হুন্দাইয়ের নয়া গাড়ি ‘অরা’। মঙ্গলবার ভারতের বাজারে এ গাড়ির যাত্রা শুরু হয়। নয়া এ গাড়িতে রয়েছে একাধিক ইঞ্জিন ও গিয়ারবক্সের অপশন। দিল্লিতে এর দাম শুরু হচ্ছে ৫৭৯৯০০ রুপি থেকে।
Advertisement
অরা ফ্রন্টে রয়েছে জোড়া বুমেরাং ডিআরএল এবং রুপালি রঙের হেডল্যাম্প। গাড়ির সাইড-প্রোফাইলও অত্যন্ত স্টাইলিশ ও আকর্ষণীয়। পেছনের সাইডে জেড-এর মতো এলইডি লাইট রয়েছে। সেডান এ গাড়ি মোট ছয়টি রঙে বাজারে এসেছে- রুপালি, লাল, সাদা, ধূসর, নীল এবং বাদামী।
গাড়ির ভিতরেও রয়েছে আকর্ষণীয় ফিচার। ফ্রন্ট ক্লাস্টার থেকে লাল ছোঁয়ার সিট। রয়েছে ৮ ইঞ্চির ইনফোটেইনমেন্ট সিস্টেম, যাতে মিলবে অ্যানড্রয়েট অটো এবং অ্যাপেল কারপ্লে ফিচার। রয়েছে ডিজিটাল স্পিডোমিটার, ওয়ারলেস চার্জিং, স্মার্ট কি এবং পুশ বাটন স্টার্ট।
হুন্দাই অরাতে রয়েছে এক লিটারের বিএস সিক্স-এর টি-জিডিআই পেট্রল এবং ১.২ লিটারের বিএস সিক্স ইকোটর্ক ডিজেল ইঞ্জিন।
Advertisement
অরার বডির ৬৫ শতাংশ উচ্চমানের স্টিল দিয়ে তৈরি। এর সেফটিতেও বিশেষ জোর দেয়া হয়েছে। এতে রয়েছে আইএসওফিক্স, এমারজেন্সি স্টপ সিগন্যাল, ইবিডি যুক্ত এবিএস এবং রেয়ার পার্কিং সেন্সর।
হুন্দাই কর্তৃপক্ষ জানিয়েছে, অরার সঙ্গে তিন বছর/এক লাখ কিলোমিটার, চার বছর/ ৫০ হাজার কিলোমিটার এবং পাঁচ বছর/ ৪০ হাজার কিলোমিটারের ওয়ারেন্টি মিলবে। এছাড়াও থাকবে তিন বছরের জন্য রোডসাইড সহায়তা।
এএইচ/এমএস
Advertisement