দেশজুড়ে

জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যানের বহিষ্কার আদেশ স্থগিত

সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদারকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারির কার্যকারিতা মঙ্গলবার স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে ইকবাল আহমদই উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বহাল থাকলেন বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট দিদার আলম কল্লোল।গত ২৩ সেপ্টেম্বর স্থানীয় সরকার পল­ী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ফৌজদারী মামলা জি.আর-৭০/১২ নম্বর মামলায় দাখিলকৃত অভিযোগপত্র বিজ্ঞ আদালতে গৃহিত হয়েছে মর্মে ইকবাল আহমদকে সাময়িক বরখাস্ত করা হয়।এ প্রজ্ঞাপনটির আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে ইকবাল আহমদ তাপাদার হাইকোর্টে রিট মামলা দায়ের করে প্রজ্ঞাপনের কার্যক্রমের স্থগিতাদেশ কামনা করেন। হাইকোর্টের বিচারপতি মিফতা উদ্দিন চৌধুরী রুমির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ উভয়পক্ষের শুনানি শেষে ইকবাল আহমদকেই জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আদেশ দেন।ইকবাল আহমদ তাপাদারের পক্ষে মামলা পরিচালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট দিদার আলম কল্লোল। সরকার পক্ষে স্থগিতাদেশের বিরোধীতা করেন বাংলাদেশের এটর্নি জেনারেল মাহবুবে আলমের নেতৃত্বে একাধিক ডেপুটি এটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তাক আহমদ।রায়ের প্রতিক্রিয়ায় উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার বলেন, হাইকোর্ট জনগণের পক্ষে রায় দিয়েছেন।ছামির মাহমুদ/এমএএস/আরআইপি

Advertisement