জাতীয়

রোহিঙ্গাদের তথ্য চেয়েছে নির্বাচন কমিশন

রোহিঙ্গাদের তথ্য চেয়ে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, এনজিও বিষয়ক ব্যুরো ও কক্সবাজার জেলা প্রশাসককে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ইসির সিনিয়র সহকারী সচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত চিঠি সংশ্লিষ্ট দফতরগুলোতে পাঠানো হয়। চিঠিতে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের তথ্য চাওয়া হয়েছে। সেই সঙ্গে সরকারি রেজিস্টার্ড ক্যাম্পে অবস্থানরতদেরও তালিকা চাওয়া হয়েছে। পাশাপাশি এনজিও বিষয়ক ব্যুরোর কাছে রোহিঙ্গাদের নিয়ে কাজ করা এনজিওগুলোর তালিকা দিতে বলা হয়েছে।রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে পৃথক ডাটাবেজ করার সিদ্ধান্তের পর মন্ত্রণালয় ও শরণার্থী শিবিরে রক্ষিত রোহিঙ্গাদের নাম, পিতার নাম, স্বামী-স্ত্রীর নাম, জন্মতারিখ ও ঠিকানাসহ তথ্য ও তালিকা চাইল ইসি। একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালকের কাছে আলাদা চিঠিও দেওয়া হয়। তাতে বলা হয়েছে, যেসব এনজিও রোহিঙ্গাদের নিয়ে কার্যক্রম পরিচালনা করে তাদের তালিকা দিতে বলা হয়েছে।ভোটার তালিকায় নানা কৌশলে রোহিঙ্গারা নাম অন্তর্ভূক্ত করছে। এ কাজে স্থানীয় জনপ্রতিনিধিরা সহযোগিতা করছেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গোয়েন্দা প্রতিবেদন আসায় এ সিদ্ধান্ত নিয়েছে ইসি। এ জন্য রোহিঙ্গাদের আলাদা ডাটাবেজ তৈরির পরিকল্পনা নিয়েছে ইসি। এ বিষয়ে নির্বাচন কমিশনের যুগ্মসচিব জেসমিন টুলী বলেন, রোহিঙ্গাদের ভোটার হওয়া বন্ধ করতে নিবন্ধিত রোহিঙ্গাদের নিয়ে আলাদা তথ্যভাণ্ডার তৈরি করবে নির্বাচন কমিশন। এতে সকলের আঙ্গুলের ছাপসহ সকল তথ্য সংরক্ষণ করা হবে। এছাড়া চিঠিতে মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের তথ্য দিতে একটি নির্দিষ্ট ছক পাঠানো হয়েছে বলে দায়িত্বশীল কর্মকর্তারা নিশ্চিত করেছেন।এইচএস/এসকেডি/আরআইপি

Advertisement