টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে প্রচারণায় আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে চিঠি দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা রির্টানিং কর্মকর্তা আলীমুজ্জামান স্বাক্ষরিত একটি চিঠি তার কাছে পৌঁছানো হয়। সহকারী রিটার্নিং কর্মকর্তা তাজুল ইসলাম জানান, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনকে উপলক্ষ্য করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও সম্ভাব্য প্রার্থী বঙ্গবীর কাদের সিদ্দিকী গত ১৫ সেপ্টেম্বর থেকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। এর আগে আচরণ বিধি মেনে না চলার জন্য তাকে দুই দফা সতর্ক করে চিঠি দেয়া হয়। গত ২৭ সেপ্টেম্বর কালিহাতী উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি হাসমত আলী তার পক্ষে একটি চিঠি গ্রহণ করেন। তারপরও আচরণ বিধি লঙ্ঘন অব্যাহত থাকে। এরপর গত ৫ অক্টোবর আরো একটি চিঠি গ্রহণ করেন, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক অ্যাড. রফিকুল ইসলাম রফিক। এরপর গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন সূত্রে নির্বাচন কমিশন জানতে পারে `কাদের সিদ্দিকীর প্রচারণা যেমন চলছিল, তেমনই চলবে` নির্বাচনী আচরণ বিধি মেনে প্রচারণা চালানোর চিঠিকে তিনি অবজ্ঞা করছেন। এ জন্য সর্বশেষ মঙ্গলবার বিকালে সরাসরি তার কাছে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ সম্বলিত একটি চিঠি পৌঁছে দেয়া হয়।এ ব্যাপারে জানতে বঙ্গবীর কাদের সিদ্দিকীর মুঠোফোনে বারবার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।এআরএ/আরআইপি
Advertisement