পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়লেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রলীগ কর্মী। সে বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ( ২০১০-১১) শিক্ষার্থী। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় নৃ-বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের এএনপি-৩৬৫ কোর্সের চূড়ান্ত পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছে বিভাগের শিক্ষকরা।জানা যায়, সকাল সাড়ে ৯টায় নৃ-বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের একটি কোর্সের (এএনপি-৩৬৫) চূড়ান্ত পরীক্ষা ছিল। ওই কোর্সটি সাখাওয়াতের ড্রপ থাকায় সেও পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শুরু হওয়ার দুই ঘণ্টা পর হলের দায়িত্বে থাকা বিভাগের সহকারী অধ্যাপক মো. মোখলেসুর রহমান নকলসহ ধরে ফেলেন।প্রধান হল পরিদর্শক সহকারী অধ্যাপক মনযুর-উল-হায়দার জানান, সাখাওয়াত নামের এক শিক্ষার্থী তৃতীয় বর্ষের একটি কোর্সের পরীক্ষা দিতে এসে নকল করে। আমরা তার উত্তরপত্র এবং নকল সংযুক্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছি। এখন কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন। যোগাযোগ করা হলে শাবি শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ বলেন, কারো ব্যক্তিগত খারাপ কাজের দায় ছাত্রলীগ নেবে না। ছাত্রলীগ কখনোই অন্যায় কাজকে প্রশ্রয় দেয় না।এআরএ/আরআইপি
Advertisement