জাতীয়

চট্রগ্রামে বন্দরে ড্রেজিং কার্যক্রম অব্যাহত রাখার সুপারিশ

চট্রগ্রামে বন্দরে ড্রেজিং কার্যক্রম অব্যাহত রাখার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এজন্য নতুন একটি ড্রেজার কেনারও সুপারিশ করেছে কমিটি। জাতীয় সংসদ ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত নৌ-পরিবহন  মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৯তম  বৈঠকে এসব তথ্য জানানো হয়। সভাপতি  মেজর (অব:)  রফিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, তালুকদার আব্দুল খালেক, আব্দুল হাই, নূরুল ইসলাম সুজন, হাবিবর রহমান, এম আব্দুল লতিফ, রণজিৎ কুমার রায়, আনোয়ারুল আজীম (আনার)  এবং মমতাজ বেগম অংশ নেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক মংলা- ঘষিয়াখালী  চ্যানেলের  পূর্ণ নাব্যতা বজায় রাখা এবং চলমান কার্যক্রমকে সচল রাখার জন্য ৬টি ড্রেজার সার্বক্ষণিকভাবে নিয়োজিত রাখার বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয় বৈঠকে। এছাড়া দেশের নদী বন্দরগুলোকে সচল ও সুষ্ঠভাবে পরিচালনার জন্য বিদ্যমান পুরাতন আইনগুলোকে জরুরি ভিত্তিতে সংস্কার করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয় । এইচএস/এসকেডি/আরআইপি

Advertisement