জাতীয়

মালয়েশিয়ায় পুলিশ প্রধানের সঙ্গে বাংলাদেশি হাইকমিশনারের সাক্ষাৎ

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শহিদুল ইসলাম মালয়েশিয়ার বুকিত আমন পুলিশ সদর দফতরে পুলিশ প্রধান তান শ্রী দাতো শ্রী খালিদ আবু বকরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) পুলিশ প্রধানের কার্যালয়ে যান হাইকমিশনার। সাক্ষাতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা। এ সময় হাই কমিশনার মো. শহিদুল ইসলামকে মালয়েশিয়া পুলিশের লোগো খচিত একটি ক্রেস্ট উপহার দেন তান শ্রী দাতো শ্রী খালিদ আবু বকর।খালিদ আবু বকর বাংলাদেশকে মালয়েশিয়ার বন্ধুপ্রতীম রাষ্ট্র বলে অভিহিত করে বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের অনেক অবদান আছে। তাদের দেশের আইন-শৃঙ্খলা মেনে চলার জন্য হাইকমিশনারকে অবহিত করেন পুলিশ প্রধান। সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন- বুকিত আমান পুলিশের সচিব দাতো হাজি রামলি এবং বাংলাদেশ হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা শেখ আরিফ মাহমুদ। এসএইচএস/এএইচ/পিআর

Advertisement