আন্তর্জাতিক

দিল্লির বস্তিতে রাত কাটাচ্ছেন বিজেপি সাংসদরা

আসন্ন দিল্লি নির্বাচনের আগে প্রচারণায় কোনও রকমের ঘাটতি রাখতে চাচ্ছে না বিজেপি। তাই এবার আম আদমি পার্টির (এএপি) ভোটব্যাংকের দিকে হাত বাড়াতে অভিনব পন্থা অবলম্বন করছেন গেরুয়া শিবিরের সাংসদরা।

Advertisement

আম আদমি পার্টির অন্যতম ভোটব্যাংক রাজধানীর বস্তিগুলোকেই এবার টার্গেট করছেন তারা। মঙ্গলবার রাত থেকে নির্বাচনের দিন পর্যন্ত রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে মোট ৩৭৫ জন বিজেপি সাংসদ রাত কাটাচ্ছেন রাজধানীর বস্তিতে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

রাতে বস্তিতেই তাঁবু খাটিয়ে ঘুমাবেন সাংসদরা। সারাদিন বস্তিবাসীদের সঙ্গে কথা বলবেন। তাদের অভাব-অভিযোগ শুনবেন। তাদের সঙ্গেই রাতের খাবার খাবেন। নির্বাচনের আগে জনসংযোগে জোর দিতেই এই উদ্যোগ গেরুয়া শিবিরের।

দিল্লি নির্বাচনের একটা বড় অংশের ভোট আসে এই বস্তি এলাকার বাসিন্দাদের কাছ থেকে। তাই নির্বাচনের আগে তাদের কাছে পৌঁছে যেতে পারলে কেজরিওয়ালের দলকে টক্কর দেওয়া যাবে বলেই ধারণা বিজেপির। আর সেই উদ্দেশেই বস্তিতে রাত কাটাচ্ছেন সাংসদরা। কয়েক দিন আগেই কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর দাবি করেছিলেন, গত পাঁচ বছরে কেজরি সরকার বস্তিবাসীদের জন্য কিছুই করেনি।

Advertisement

এবার সবকিছু পাল্টানোর সময় এসেছে। শোনা যাচ্ছে, বস্তিবাসীদের বাড়ি দেওয়ার স্কিম চালু করছে বিজেপি। এই কর্মসূচিতে সেই প্রচারই করছেন সাংসদরা। কেন্দ্রের ডিডিএ স্কিমের আওতায় প্রায় দুই লক্ষেরও বেশি বস্তিতে বসবাসকারী পরিবারকে দুই ঘর বিশিষ্ট বাড়ি দেওয়ার কথা বলা হয়েছে।

সেখানে অন্যান্য সুযোগ সুবিধাও থাকবে। প্রায় দশ লক্ষেরও বেশি মানুষের বসবাস এখানে। তাই নির্বাচনে জিততে বস্তিকেই হাতিয়ার করছে বিজেপি। আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লির নির্বাচনে কেজরি বনাম বিজেপি লড়াইয়ের দিকে তাকিয়ে পুরো দেশ। ভোটের ফলাফল জানা যাবে ১১ ফেব্রুয়ারি।

টিটিএন/জেআইএম

Advertisement