প্রতিশ্রুতিশীল লেখক সাংবাদিক মাইদুর রহমান রুবেলের ‘সারি সারি ভূতের বাড়ি’ বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বাংলা একাডেমি প্রাঙ্গনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্টলের সামনে বইটির মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ।
Advertisement
এরআগে অমর একুশে বইমেলায় সন্ধ্যা ৭টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্টল উদ্বোধন করেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, বই মানুষকে সামাজিক অবক্ষয় থেকে দুরে রাখে। জ্ঞানের দুয়ার খুলে গেলে অপশক্তির কপাট বন্ধ হয়ে যায়। নতুন পাঠক সৃষ্টি করতে ভালো বইয়ের বিকল্প কোনো নেই।
ডিআরইউর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে বিভিন্ন সামাজিক কাজে তাদের পাশে থাকার আশ্বাস দেন ড. হাসান মাহমুদ।
Advertisement
মাইদুর রহমান রুবেলের ‘সারি সারি ভূতের বাড়ি’ শিশুতোষ গ্রন্থটি প্রকাশিত হয়েছে ইতি প্রকাশনী থেকে। একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে ৬৪৬ এবং ৬৪৭ এবং বাংলা একাডেমি প্রাঙ্গনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ১০২ নম্বার স্টলে বইটি পাওয়া যাবে।
ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক ড. আতিকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিআরইউর সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল।
এসময় উপস্থিত ছিলেন ডিআরইউর দপ্তর সম্পাদক মো. জাফর ইকবাল ও সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মোতাহার হোসেন এবং সাবেক ক্রীড়া সম্পাদক মোরসালিন আহমেদ।
কেএইচ/এমএফ/জেআইএম
Advertisement