ঢাকায় ও রংপুরে পৃথক ঘটনায় দুইজন বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের পর নারায়ণগঞ্জে বসবাসরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নারায়ণগঞ্জে অবস্থানরত বিদেশি নাগরিকরা কোথায় কর্মরত এবং বসবাস করে পুলিশ প্রশাসন খোঁজ খবর রাখছেন এবং তাদের সঙ্গে আলোচনা করে নিরাপত্তা দেয়ার ব্যাপারে আশ্বাস দেয়া হয়েছে। এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে ৩৬১ জন বিদেশি নাগরিক বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। এদের মধ্যে বেশির ভাগ শ্রীলঙ্কার নাগরিক। তাদের সর্বাত্মক নিরাপত্তা জোরদারে সাদা পোশাকের পাশাপাশি পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আগের চেয়ে কঠোরভাবে কাজ শুরু করেছে।খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকার পাশে নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে অবস্থিত আদমজী ইপিজেডে বিভিন্ন কারখানায় কর্মরত বিদেশিদের মধ্যে আতঙ্ক রয়েছে। এ আতঙ্ক দূর করতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে আদমজী ইপিজেডে ২৩৮ জন ও ফতুল্লায় ১২৩ জন বিদেশি নাগরিক বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। এর মধ্যে জাপান, শ্রীলঙ্কা, হংকং, ফিলিপাইন ছাড়াও আরো কয়েকটি দেশের নাগরিক রয়েছেন। এ সকল বিদেশিদের অনেকেই ফতুল্লার ভুইগড় এলাকায় অবস্থিত রূপায়ন টাউনে ফ্ল্যাট বাসায় এবং ইপিজেডের ভেতরেই কারখানা ও পাশের বাসস্থানে বসবাস করেন।ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জাগো নিউজকে জানান, ফতুল্লার বিভিন্ন শিল্প কারখানায় কর্মরত ১২৩ জন বিদেশি নাগরিক চাকরি ও বসবাস করেন। তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কর্মস্থান ও বাসস্থানের তালিকা করে সেখানে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দাদের নজরদারি রয়েছে।ইপিজেড নিয়ন্ত্রণকারী বেপজার জিএম শাহ আলম সরকার জাগো নিউজকে জানান, আদমজী ইপিজেডে বিভিন্ন শিল্প কারখানায় কর্মরত ২৩৮ জন বিদেশি নাগরিকের ইপিজেডের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও আগের চেয়ে জোরদার করা হয়েছে।নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জাকারিয়া জাগো নিউজকে জানান, বিদেশি নাগরিকদের নিরাপত্তার জন্য সাদা পোশাকেও পুলিশ সদস্যরা কাজ করছে। টহল পুলিশের তৎপরতাও বাড়ানো হয়েছে। বিদেশি নাগরিকের কর্মস্থান ও বাসস্থানের ঠিকানা তাদের সঙ্গে আলোচনা করে নিরাপত্তার জোরদার করা হয়েছে। শাহাদাৎ হোসেন/এসএস/পিআর
Advertisement