খেলাধুলা

স্কুল ক্রিকেটে রান বন্যার রেকর্ড

বঙ্গবন্ধু ন্যাশনাল স্কুল ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিয়েছে স্কুলের ক্ষুদে ক্রিকেটাররা। আজ টাঙ্গাইলে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক টাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজের ক্রিকেটাররা স্কোরবোর্ডে তুলেছে ৫ উইকেট হারিয়ে ৪৫৫ রানের ইনিংস।

Advertisement

টাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজ ২০১৫-১৬ জাতীয় চ্যাম্পিয়ন। এবারও তারা সেই সাফল্য অর্জনের পথে রয়েছে। অন্তত শহীদ জাহাঙ্গীর স্কুলের বিপক্ষে যে ম্যাচ খেলেছে তারা, সেটা দিয়েই বোঝা যাচ্ছে বিষয়।

এই ম্যাচে টাঙ্গাইলের হয়ে সেঞ্চুরি করেছে রিজান হোসেন ও মিজানুর রহমান। ফিফটি করেছেন আদনান হোসেন ও আলি ওমর। টাঙ্গাইলের করা ৪৫৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪৪.৪ ওভারে ১৬২ রানে অলআউট হয়ে যায় শহীদ জাহাঙ্গীর স্কুল অ্যান্ড কলেজ।

ফলে ২৯৩ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছে টাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজ।

Advertisement

সংক্ষিপ্তক স্কোরটাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজ : ৪৫৫/৫, ৫০ ওভার, মিজানুর রহমান ১৩৬ (১২৩), রিজান হোসেন ১০৮ (৯৩), আলি ওমর আবির ৯৭ (৩৪), আদনান হোসেন ৫৭ (৪২)।

শহিদ জাহাঙ্গীর স্কুল : ১৬২/১০, ৪৪.৪ ওভার, সজিব ৪৬ (৪৭), আব্দুল্লাহ ৩/২৩।

ফল : টাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজ ২৯৩ রানে জয়ী।

আইএইচএস/জেআইএম

Advertisement