জাতীয় ক্রিকেট লিগে মার্শাল আইয়ুবের জোড়া সেঞ্চুরিতে খুলনার বিপক্ষে হার থেকে রক্ষা পেয়েছে ঢাকা মেট্রো। প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করে ফলোঅন রক্ষা করতে না পারলেও দ্বিতীয় ইনিংসের আবার অপরাজিত সেঞ্চুরি করে মাহমুদউল্লাহর দলকে ড্র এনে দিয়েছে মার্শাল আইয়ুব ।মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে খুলনার বোলারদের তোপে পড়ে মাত্র ৩৫ রানেই ৪ উইকেট হারায় ঢাকা মেট্রো। ফলে ইনিংস হারের শঙ্কায় পড়ে দলটি। সেখান থেকে আসিফ আহমেদকে নিয়ে আগের ইনিংসের সেঞ্চুরিয়ান মার্শাল আইয়ুব প্রাথমিক চাপ সামাল দেন। এই দুই ব্যাটসম্যান ১৪৩ রানের অনবদ্য জুটি গড়ে ঢাকা মেট্রোকে মূল্যবান ড্র এনে দেন। দলের পক্ষে সর্বোচ্চ ১১৫ রান করে অপরাজিত থাকেন মার্শাল আইয়ুব। ২১৬ বলে ১১টি চার এবং ১টি ছক্কায় তিনি এই রান করেন। এছাড়া আসিফ আহমেদ করেন ৭০ রান। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ২৪৮ রান করলে ড্র মেনে নেয় দুই দল। খুলনার পক্ষে মেহেদী হাসান মিরাজ ৭৬ রানে নেন ২টি উইকেট। এর আগে ঢাকা বিভাগ তাদের প্রথন ইনিংসে মার্শাল আইয়ুবের সেঞ্চুরিতে ২৭১ রানে অলআউট হয়ে যায়। প্রথম ইনিংসে মোহাম্মদ মিঠুনের ১৮৬ রানের সুবাদে ৪৫৫ রানের বড় সংগ্রহ পায় খুলনা বিভাগ।আরটি/এমআর/পিআর
Advertisement