চীনের উহান থেকে ফেরত বাংলাদেশি যাত্রীদের অভিভাবকদের মুখোমুখি হচ্ছেন মহাখালী রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় আশকোনা হজক্যাম্পের কোয়ারেন্টাইনে থাকা বাংলাদেশি যাত্রীদের অভিভাবকদের আইইডিসিআরে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে চীনফেরত স্বজনদের শারীরিক অবস্থা সম্পর্কিত যেকোনো প্রশ্নের জবাব দেবেন রোগতত্ত্ববিদরা।
Advertisement
এখন থেকে নিয়মিতভাবে এ কার্যক্রম চলবে। বুধবার আইইডিসিআরে করোনাভাইরাস নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে গত ১ ফেব্রুয়ারি চীনের উহান প্রদেশ থেকে মোট ৩১২ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফেরার পাঁচদিন পেরিয়ে গেলেও অভিভাবকদের কেউ তাদের সন্তানদের দেখা পাননি। তবে টেলিফোনে কথা বলতে পেরেছেন তারা।
এমইউ/এমএফ/এমএস
Advertisement