অর্থনীতি

বিদেশি হত্যাকাণ্ডে বিনিয়োগ বাধাগ্রস্তের আশঙ্কা

বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) এবং রফতানি প্রবাহকে বাধাগ্রস্তের করতে পারে বলে মনে করছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। মঙ্গলবার ঢাকা চেম্বারের মহাসচিব এ এইচ এম রেজাউল কবির বিবৃতিতে এই আশঙ্কার কথা জানান।বিবৃতিতে ঢাকা চেম্বারের মহাসচিব ইতালীয় নাগরিক  সিজার তাভেল্লা এবং জাপানি নাগরিক কুনিও হোশি নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেন।বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের বর্বর হত্যাকাণ্ড কোন ভাবেই কাম্য নয়। ঢাকা চেম্বার বিশ্বাস করে, সরকার অতিদ্রুত এ ঘটনা যথাযথ আইনি তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে।এ ধরনের ঘটনায় তৈরি পোষাকসহ অন্যান্য খাতের অর্ডার সমূহ পার্শ্ববর্তী দেশগুলোতে চলে যাওয়ার আশঙ্কা থাকতে পারে বলেও জানান তিনি।বিদেশি নাগরিকদের এ হত্যাকাণ্ডের ঘটনা যাতে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ এবং রফতানি প্রবাহকে বাধাগ্রস্ত করতে না পারে, সেজন্য বিদেশি ক্রেতা ও নাগরিকদের বাংলাদেশে অবস্থান, চলাচলের ব্যাপারে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সরকারের কাছে ডিসিসিআই আবেদন জানায়।ডিসিসিআই বিশ্বাস করে, সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের ফলে এ যাবত বিদেশে বাংলাদেশের পণ্য রফতানির ক্ষেত্রে যে ঊর্ধ্বমুখী প্রবণতা চলমান রয়েছে। তা এ ধরনের অনাকাঙ্খিত ঘটনার ফলে বাধাগ্রস্ত হতে পারে। ফলে বর্হিবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হতে পারে। যা কোনভাবেই কাম্য নয়।    এসআই/জেডএইচ/পিআর

Advertisement