শিক্ষা

‘মানুষমারা’ থেকে ‘মানুষগড়া’ হলো স্কুলের নাম

নীলফামারী জেলার সদর উপজেলার ‘মানুষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর নাম পরিবর্তন করা হয়েছে। বিদ্যালয়টির নতুন নামে ‘মানুষমারা’ শব্দটি পরিবর্তন করে ‘মানুষগড়া’ যুক্ত করা হয়েছে। যার ফলে এখন বিদ্যালয়টির নাম ‘মানুষগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’।

Advertisement

গত সোমবার (৩ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বিদ্যালয়ের নাম পরিবর্তন করে আদেশ জারি করা হয়েছে।

বিদ্যালয়টির নাম নিয়ে স্থানীয়দের মধ্যে নানা ধরনের আলোচনা সমালোচনা ছিল। পরে স্থানীয় প্রশাসনের মাধ্যমে মন্ত্রণালয় বিষয়টি অবহিত করা হলে নাম পরিবর্তন করা হয়।

এর আগের দিন রোববার (২ ফেব্রুয়ারি) হবিগঞ্জের সদর উপজেলার ‘যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়’র নাম পরিবর্তন করে ‘যাদবপুর ওয়াদ উল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়’ নামকরণ করা হয়।

Advertisement

এছাড়া গত ১৯ জানুয়ারি নেত্রকোণার মোহনহঞ্জ উপজেলার ‘ছেছড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এর নাম পরিবর্তন করে ‘শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়’ করা হয়।

আরএস/পিআর