দুই বিদেশি নাগরিক হত্যাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের বিষয়ে বাংলাদেশের নেয়া পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রর্বাট গিবসন। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় স্বারাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মতবিনিময় সভায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল, কানাডা, ভারত, ইরান, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়াসহ অন্যান্য দেশের কূটনৈতিকরাও উপস্থিত ছিলেন।গিবসন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী-পররাষ্ট্রমন্ত্রী, সচিব, ডিজি ও আইজির সঙ্গে আমরা আলোচনা করেছি। এসময় তারা বিদেশি নাগরিকদের নিরাপত্তায় বাংলাদেশের নেয়া বিশেষ ব্যবস্থার কথা আমাদের জানান।তিনি বলেন, বিদেশি নাগরিক হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে এবং নিরাপত্তার বিষয়ে আমাদের কাছে কিছু নির্দষ্ট পরামর্শ চেয়েছে বাংলাদেশ। তবে বৈঠকে আমরা এ ব্যাপারে কিছু জানাতে পারিনি। বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের সুষ্ঠু বিচারের আশ্বাস দেয়া হয়েছে। তাছাড়া মামলাগুলোর কিভাবে তদন্ত করা হচ্ছে তাও আমাদের কাছে তুলে ধরা হয়েছে। বাংলাদেশের নেয়া পদক্ষেপে আমরা সন্তুষ্ট। এসয় ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনের বরাত দিয়ে রাবার্ট গিবসন বলেন, যুক্তরাজ্য মনে করে সন্ত্রাসবাদ সারা বিশ্বেরর জন্য হুমকিস্বরূপ এবং তা মোকাবিলা করতে সকল রাষ্ট্রকে এক সঙ্গে কাজ করতে হবে। এআর/এসকেডি/আরআইপি
Advertisement