হবিগঞ্জের লাখাই উপজেলার বলভদ্র সেতুটি অবশেষে চালু হচ্ছে। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গেছে, সড়ক ও জনপথ বিভাগের অধীনে সরাইল-নাসিরনগর-লাখাই সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় ২১ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। এটি নির্মাণে প্রায় ৩ বছর সময় লাগে। এদিকে সেতুটি চালু হলে ঢাকা থেকে হবিগঞ্জের দূরত্ব কমবে প্রায় ৪০ কিলোমিটার।সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, ২০১২ সালের ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী হবিগঞ্জ সফরে আসেন। তখন তিনি লাখাই-নাসিরনগর সড়কের বলভদ্র নদীর উপর সেতুটি নির্মাণের প্রতিশ্রুতি দেন। এর পরিপ্রেক্ষিতে ২০১১-২০১২ অর্থবছরেই সেতুটি নির্মাণের কার্যাদেশ প্রদান করা হয়। সেতুটি নির্মাণের জন্য ৭ একর ৪৪ শতাংশ ভূমি অধিগ্রহণ করা হয়। কিন্তু নানা জটিলতার কারণে সেতুটির নির্মাণ কাজ শুরু করতে কিছু দিন বিলম্ব হয়। একই বছরের শেষ দিকে এর কাজ শুরু হয়। প্রায় ৩ বছরে ২১৭.৬৮ মিটার লম্বা ও ১০.২৫ মিটার প্রস্থ সেতুটির নির্মাণ কাজ কয়েকদিন আগে শেষ হয়। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটির উদ্বোধন করবেন।হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান জাগো নিউজকে জানান, সেতুটি নির্মাণের মাধ্যমে লাখাই উপজেলার সঙ্গে নাসিরনগর উপজেলার সংযোগ স্থাপন হয়েছে। এর মাধ্যমে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। এছাড়া সেতুটি নির্মাণ হওয়ায় হবিগঞ্জ থেকে ঢাকার দূরত্ব কমলো প্রায় ৪০ কিলোমিটার। এটি নির্মাণের ফলে এলাকার উৎপাদিত কৃষিপণ্য, মৎস্য সম্পদ, কুটির শিল্পজাত পণ্য রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সহজে পরিবহন করা সম্ভব হবে।সংসদ সদস্য অ্যাডভেকেট মো. আবু জাহির জাগো নিউজকে বলেন, অনেক প্রতিকূলতার পর ব্রিজটি নির্মাণ হয়েছে। এর জন্য অনেক সংগ্রাম করতে হয়েছে। এ ব্রিজটি চালু হলে শুধু এ অঞ্চলের নয় কিশোরগঞ্জের একটি অংশের মানুষও উপকৃত হবে।প্রধানমন্ত্রীর উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসক সাবিনা আলম বলেন, ইতোমধ্যে সেতুটি আমরা পরিদর্শন করেছি। সব কাজ শেষ। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন। সে অনুযায়ী প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসএস/পিআর
Advertisement