জাতীয়

বিসিএসে মুক্তিযোদ্ধা কোটায় সুপারিশকৃতদের তথ্য যাচাই হবে

৩৪তম বিসিএস পরীক্ষায় বাংলাদেশ সরকারি কর্মকমিশনে মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্য কোটায় বিভিন্ন ক্যাডারে সুপারিশকৃতদের তথ্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় যাচাই করবে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা তৌহিদুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত ছকে মুক্তিযোদ্ধা সনদ সংক্রান্ত বিস্তারিত তথ্য আগামী ২০ অক্টোবর তারিখের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখায় প্রেরণ করতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য  জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mopa.gov.bd) পাওয়া যাবে।এসএ/জেডএইচ/আরআইপি

Advertisement