এ বছর বইমেলায় উৎস প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে মিলু শামস-এর কবিতার বই ‘দীর্ঘায়িত দুঃখগুলো’। মেলার প্রথম দিন থেকে পাওয়া যাচ্ছে উৎস প্রকাশনের প্যাভিলিয়নে (প্যাভেলিয়ন নম্বর ৩২) ।
Advertisement
বইটিতে মোট উনত্রিশ টি কবিতা স্থান পেয়েছে। প্রতিটি কবিতা একটি থেকে অন্যটি বিষয় বৈচিত্রে আলাদা।
মিলু শামসের কবিতা পাঠকের বোধ ও চিন্তাকে নাড়া দেয়। ‘দীর্ঘায়িত দুঃখগুলো’ও তার ব্যতিক্রম নয়। পড়তে পড়তে পাঠক যেমন নস্টালজিয়াক্রান্ত হবেন তেমনি মুখোমুখি হবেন কঠিন বাস্তবতার।
কবিতায় শব্দ চয়ন এবং বাক্য গঠনে মিলু শামসের নিজস্ব ভঙ্গির সঙ্গে পাঠক খুব সহজে একাত্ম বোধ করেন। বাহুল্য বর্জিত ভাষায় তিনি জীবনের গভীরতর উপলব্ধিগুলো অনায়াস দক্ষতায় তুলে এনে খুব সহজ করে বলতে পারেন-
Advertisement
কোনকালে উড়েছিলব্যথার শঙ্খচিলকার প্রাসাদ চূড়ায়তুলসীমণ্ডপে জ্বলেছিলকী নিবিড় রক্তিম প্রদীপ!কারা যেন দেখেছিলনিজেদের মুখতারা ভরা রাতেসান্ধ্য শাঁখের মতোহৃদয়ে তাদের.....
অথবাতারপর পথ গেছে পথেইতিহাস-রথযে অব্দি পৌঁছেছে এসেসেখানে ঝিঁঝির ডাকলোকে বলে, ও আলোয়চলবে না আর।বর্ণমালার নিচেআবেগী আগাছার ঝাড়ওখানে পড়েনি আলোসেই তারপর থেকে বহুকাল...
এইচআর/পিআর
Advertisement