দেশজুড়ে

বেনাপোলে ২ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

ভারত থেকে পাচার হয়ে আসার পর বেনাপোল সীমান্তের শিকড়ী বটতলা নামক স্থান থেকে ২ কোটি টাকার বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি। যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, চোরাকারবারিরা ভারত হতে বিপুল পরিমাণ শাড়ির চালান সীমান্ত পার করে ট্রাক ভর্তি করে ঢাকার দিকে নিয়ে যাচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা বেনাপোল সীমান্তের শিকড়ী বটতলা নামক স্থানে অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা ট্রাক ভর্তি শাড়ি ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ২ হাজার ৪শ পিস উন্নতমানের ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত শাড়ির আনুমানিক মূল্য দুই কোটি টাকা বলে বিজিবি জানান। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমস হাউজে জমা দেয়া হয়েছে। জামাল হোসেন/এসএস/আরআইপি

Advertisement