বিনোদন

অনেকদিন পর আসছেন ফারহানা মিলি

নাটক দিয়েই শুরু করেছিলেন ক্যারিয়ার। এরপর তিনি চলচ্চিত্রেও পেয়েছেন জনপ্রিয়তা। গিয়াসউদ্দিন সেলিমের ‘মনপুড়া’ ছবিতে চঞ্চল চৌধুরীর বিপরীতে পরী চরিত্রে তিনি ছিলেন অনবদ্য। বলছি অভিনেত্রী ফারহানা মিলির কথা।

Advertisement

আজকাল আর নিয়মিত দেখা যায় না। হঠাৎ করে দেখা দেন খন্ড নাটকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই তার ভক্তরা তাকে নিয়মিত হবার অনুরোধ জানান। দাবি করেন নতুন নাটক-সিনেমার।

সেই ভক্তদের জন্য সুখবর হলো আগামীকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) নতুন টেলিফিল্মে দেখা দেবেন মিলি। ‘প্রিয় মহাজন’ নামের এই টেলিছবিটি রচনা করেছেন স্বাধীন সাহা ও পরিচালনা করেছেন বর্ণ নাথ।

এখানে ফারহানা মিলির সঙ্গে অভিনয় করেছেন প্রাণ রায়, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।

Advertisement

এ টেলিছবির গল্পে দেখা যাবে- বাবুল মহাজন চরিত্রের প্রাণ রায় সুদে টাকার ব্যবসা করেন। কিন্তু তিনি গ্রামের মানুষের সকলেরই প্রিয়। কারণ বাবুল হমাজন ৫/৭ পার্সেন্ট সুদে টাকা দেয় মানুষদের। এর জন্য অন্য সুদী মহাজনদের কাছে বাবুল শক্র।

এদিকে বাবুল মহাজনের স্ত্রী চরিত্রে মিলি তার এই ব্যবসার বিপক্ষে। বিয়ের ৫ বছর হলেও এখনো সন্তান না আসাতে তিনি স্বামীর বিরুদ্ধে কাজ করেন। এভাবেই চলতে থাকবে ‘প্রিয় মহাজন’-এর গল্প।

আগামীকাল বুধবার বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে এই টেলিফিল্ম।

এলএ/পিআর

Advertisement