সাতক্ষীরার পাটকেলঘাটায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দ্বীপজয় সাধু (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
Advertisement
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পাটকেলঘাটার শাকদহ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দ্বীপজয় তৈলকুপি গ্রামের প্রকাশ সাধুর ছেলে ও পাটকেলঘাটা কলেজের একাদশ শ্রেণির ছাত্র। আহত আবদুল ওয়াদুুদ শাকদহ গ্রামের বাসিন্দা।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ জানান, শাকদহ মোড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত ও আরও একজন আহত হয়েছেন।
Advertisement
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আকরামুল ইসলাম/বিএ/জেআইএম